Wednesday, August 25, 2021

দাঁতের সকল সমস্যা সমাধান করুন :

 

এই ঔষধ গুলো শুধু জার্মানির জন্য । আপনি যদি অন্য কোনো দেশের নাগরিক হন তাহলে আমার সাথে ইমেইল করে যোগাযোগ করুন । আমি চেষ্টা করবো আপনার সমস্যার সমাধান করার জন্য ।

দাঁতের সকল সমস্যা সমাধান করুন :

মুখে দুর্গন্ধের কারণে অস্বস্তিতে পড়তে হয়। মুখে দুর্গন্ধ হবার কারন প্রতিদিন দাঁত ব্রাশ না করা। কিন্তু অনেক সময় দেখা যায় নিয়মিত দাঁত ব্রাশ করার পরেও মুখে দুর্গন্ধ থেকে যায়। যার ফলে মুখ ঢেকে কথা বলা ছাড়া কোনো উপায় থাকে না।  

কারও সঙ্গে কথা বলতে গেলে বিব্রত লাগে, হাসতেও পারেন না প্রাণ খুলে। যার কারণে আপনি সমাজ থেকে দূরে থাকতে চান। এতে আপনার জীববে নানা ধরণের সমস্যা হতে পারে। 

তাছাড়া আরও কারণ রয়েছে যেমন দাঁত হলুদ হয়ে যাওয়া। এতে করে আপনি যেমন সবার সামনে প্রাণ খুলে হাসতে পারেন না ঠিক তেমনি অন্যরা আপনার সম্পর্কে খারাপ চিন্তা করে। 


সকলের ইচ্ছা থাকে দাঁত ঝকঝকে সাদা হবে। তাই সকলের ইচ্ছা পূরণ করতে আমি আপনাদের পরামর্শ দিবো একটা ঔষদের। এই ঔষধ ব্যবহার করে অনেকেই তাদের তাদের সমস্যা দূর করতে সফল হয়েছে। তাদের লেখা ব্লগ এ তারা তাদের মতামত জানিয়েছে। আপনি সেটা দেখতে পারেন। 



তবে কোন কারনে যদি দাঁতে লালচে দাগ পড়ে(অতিরিক্ত আয়রনযুক্ত পানি,সিগারেট,চা ইত্যাদি গ্রহনের ফলে) সেটা পলিশিং এর মাধ্যমে সরানো যেতে পারে। কারো টেট্রাসাইক্লিন স্টেইন এর জন্য জন্মগতভাবে হলুদ দাঁত থাকতে পারে। সেটারও চিকিৎসা আছে। এটাও বিডিএস ডিগ্রীধারী স্বীকৃত ডেন্টাল সার্জন দ্বারা যত্নের সাথে করানো উচিত।


ঘরে আপনি একটা কাজই করতে পারেন, নিয়মিত দুইবেলা খাবার পর ব্রাশ করা। বেশিরভাগ ক্ষেত্রে এই একটি অভ্যাসই আপনার দাঁতকে যথাযথ পরিমান সাদা রাখতে পারে৷ আর অতিরিক্ত কিছুরই দরকার নেই। হোম রেমিডি কখনো কখনো দাঁতের জন্য ক্ষতিকারক হতে পারে৷ তাই সোডা, লেবুর রস ইত্যাদি ব্যবহার না করাই ভালো।


দাঁত এর যত্ন বিষয়ে আমার এই সাইটে দরকারী কিছু লেখা পাবেন