Thursday, October 1, 2020

ওজন কমানোর সহজ উপায়


 ওজন আমাদের জীবনে সব থেকে বড় সমস্যা। ওজন কমানোর জন্য অনেকেই বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেন। না খেয়ে থাকাসহ বিভিন্ন পদ্ধতি গ্রহণ করেন অনেকে। এ পদ্ধতি অবলম্বন করে যদি ওজন কমাতে না পারেন তাহলে আগের পরিকল্পনাগুলো ছেড়ে দিন। নিতে পারেন নতুন কোনো পদ্ধতি। কিন্তু ওজন কমানোর জন্য খাবার ছেড়ে দিতে হয় না। কখনোই না খেয়ে থাকবেন না।

(১) চিনি এবং অতিরিক্ত ক্যালরিযুক্ত খাবার থেকে বিরত থাকুন। চিনি ওজন বৃদ্ধি করতে সাহায্য করে। চিনি খেয়ে ওজন কমানোর চেষ্টা করা বোকার মতো কাজ করা।



(২) আপনার ক্ষুধার মাত্রা কমিয়ে ফেলুন। আপনার শরীরে জমে থাকা চর্বি কমাতে কাজ করবে। খাবার থেকে দূরে থাকুন। এমন কিছু খাবার আছে যা দেখলেই খেতে মন চাইবে। তাই খাবার সময় ছাড়া অন্য সময় খাবার থেকে দূরে থাকুন।

(৩) চর্বি কমানোর অন্যতম ভালো উপায় হলো হালকা গরম পানি পান করা। তাই পেটে চর্বি কমাতে বেশি বেশি পানি পান করুন। বেশি করে পানি খাওয়ার ফলে আপনার কিডনি ভালো থাকবে। এটি পেট মোটা হওয়া কমাবে।



Related Posts:

  • মাইগ্রেন হলে কী করবেন? মাঝে মাঝে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে মাইগ্রেনজনিত মাথাব্যথা। মেয়েদের মধ্যে এ রোগ বেশি দেখা যায়। সাধারণত ২০-৩০ বছর বয়সে এই রোগের শুরু হয়। তাই সকলের এই সম্পর্কে ধারণা থাকা দরকার। চলুন জেনে নেই সেই সম্পর্কে।মাইগ্রেন এ… Read More
  • ভালো ঘুমের জন্য যা করবেন সুস্থ জীবনের জন্য স্বাস্থ্যকর ঘুম দরকার। মানসিক চাপ, কাজের সময়ের ঠিক না থাকা, বাজে খাদ্যাভ্যাসের কারণে অনেকের ঘুমে সমস্যা হয়। সাম্প্রতিক এক গবেষণায় কার্বোহাইড্রেটস, ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের মতো উপাদানের সঙ্গে ঘুম নিয়ন্ত্রণ… Read More
  • কী কারণে রক্তস্বল্পতা হয় এবং সমাধান সারা বিশ্বের শতকরা ৩০ ভাগ মানুষ অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা সমস্যায় ভুগে থাকেন। রক্তস্বল্পতা মূলত আয়রনের অভাবের কারণে হয়ে থাকে। সাধারণত ১৪-১৮ মিলিগ্রাম একজন পুরুষের এবং ১২-১৬ মিলিগ্রাম একজন নারীর শরীরে হিমোগ্লোবিন থাকা উচিত।মা… Read More
  • keep a fitness routineThese 10 fit food options are a huge part of my diet plan. They helped me lose weight and get fit. Pick out your favorite one and dig in!Have you tried and failed to work out regularly, or keep a fitness routine? Do you … Read More
  • ওজন কমাতে কিছু কার্যকর টিপস দুপুরে বেশি খেলে রাতে কম খাওয়া ভালো। এতে শরীর ঝরঝরে থাকার পাশাপাশি ওজন থাকে নিয়ন্ত্রণে। গভীর রাতে খাওয়া, মোটেই ভালো না ওজন কমাতে দুপুরের খাবার খাওয়ার সঠিক সময় রাতে ভালো ঘুমের খাবার।দিনে বেশি বা ভারী খাওয়ার পর রাতে কী ধরনের খা… Read More