Thursday, October 1, 2020

ওজন কমাতে কিছু কার্যকর টিপস


দুপুরে বেশি খেলে রাতে কম খাওয়া ভালো। এতে শরীর ঝরঝরে থাকার পাশাপাশি ওজন থাকে নিয়ন্ত্রণে। গভীর রাতে খাওয়া, মোটেই ভালো না ওজন কমাতে দুপুরের খাবার খাওয়ার সঠিক সময় রাতে ভালো ঘুমের খাবার।দিনে বেশি বা ভারী খাওয়ার পর রাতে কী ধরনের খাবার খাওয়া উচিত সেই বিষয়ে পরামর্শ দিয়েছে খাদ্য ও পুষ্টিবিষয়ক একটি ওয়েবসাইট।

মাংস এড়িয়ে চলুন: নিরামিষ খাবারে সবসমই ক্যালরি কম। পেটের চাহিদা কমাতে সবজি ভেজে নিন অথবা স্বাস্থ্যকর সুপ তৈরি করুন, এটা বেশ কাজের। ওজন কমাতে শাকসবজি খেতে পারেন। 

রাতে ভারী খাবার নিয়ে শঙ্কা: যারা ওজন সম্পর্কে সচেতন তারা রাতে ভারী খাবার খেতে ভয় পান। পরের দিন সকালে ঘুম ভেঙে কেমন অনুভব করবেন তা নির্ভর করে আগের দিনের খাবারের উপর। যেহেতু রাতে ভারী খাবার খাওয়া ঠিক নয় তাই দিনে ভারী খাবার খাওয়ার পরিকল্পনা করাই ভালো। দুপুরে খাবার পর থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত হজমে অনেক সময় পাওয়া যায়। তাই দুপুরে ভারী ও রাতে হালকা খাবার খাওয়াই ভালো।


ক্যালরি বাদ: ঘুমানোর আগে কার্বোহাইড্রেইট-যুক্ত খাবার খেলে হজম করা কঠিন। তাই রাতের খাবারে কার্বোহাইড্রেইট-যুক্ত খাবার না খাওয়াই নিরাপদ। বরং প্রোটিন এবং আঁশজাতীয় খাবার খাওয়া বেশি স্বাস্থ্যকর।

পুষ্টিকর সালাদ খাওয়া: বিভিন্ন রকমের সস ব্যবহার করে খুব সহজেই হালকা ও মজাদার সালাদ তৈরি করা যায়। গাজর, ব্রকলি, পেঁয়াজপাতা, লেটুস, ক্যাপ্সিকাম এবং কিছু বাদামসহ স্বাস্থ্যকর সালাদ বানাতে পারেন। নিজের পছন্দ ও স্বাদ মতো এই ধরনের সালাদ তৈরি করা বেশি কঠিন কিছু না।

বাড়তি খাবার: খাওয়ার পরে অতিরিক্ত খাবার রেফ্রিজারেটিরে সংরক্ষণ না করাই ভালো। অতিরিক্ত খাবার দৃষ্টি সীমার বাইরে রাখুন। এটি আপনার খাবারের পরিমাণ পরিমিত রাখবে এবং রাতে ভারী খাবার খাওয়া থেকে দূরে রাখবে।

নাস্তায় নোনতা খাবার বাদ: কার্বোহাইড্রেটযুক্ত খাবার বাদ দিতে না পারলে নিজের মতো করে লবণ ছাড়া স্যান্ডউইচ তৈরি করে নিন। সঙ্গে পছন্দ মতো সবজি মেশান। স্বাদ বাড়াতে সবজির সঙ্গে পছন্দ মতো ধনে বা পুদিনা পাতা দিতে পারেন। এত লবণের ঘাটতি অনুভব করবেন না।




Related Posts:

  • KETO GURU EFFERVESCENT TABLETSKETO GURU EFFERVESCENT TABLETSWir verbringen den größten Teil des Tages in Bürostühlen. Gewichtszunahme durch kontinuierliches Sitzen. Und wenn die Arbeitsbelastung hoch ist, steigt die Tendenz zur Gewichtszunahme. Arbeitsstr… Read More
  • Halten Sie das Gewicht unter Kontrolle.Halten Sie das Gewicht unter Kontrolle.Jeder war lange Zeit in seinen Häusern eingesperrt, um eine Infektion mit dem Coronavirus zu vermeiden. Jemand steht morgens auf und sitzt wieder bei der Arbeit. Viele Menschen müssen de… Read More
  • Ein einfacher Weg, um Bauchfett ohne Bewegung zu verlieren.Ein einfacher Weg, um Bauchfett ohne Bewegung zu verlieren.Wenn Sie gesund bleiben möchten, müssen Sie Ihr Gewicht kontrollieren. Deshalb gibt es weltweit so viele Vorkehrungen zur Gewichtsreduktion. Es gibt viele Menschen, d… Read More
  • Essen Sie Schokolade, verlieren Sie GewichtEssen Sie Schokolade, verlieren Sie GewichtViele Menschen bekommen Wasser auf die Zunge, wenn sie den Namen Schokolade hören. Der Körper wird durch das Spielen dieser Schokolade unter Kontrolle sein. Es wird kein zusätzliches… Read More
  • Der kluge Weg, um Gewicht zu verlierenDer kluge Weg, um Gewicht zu verlierenWie wichtig ist das Abendessen zur Gewichtsreduktion? Wenn Sie nachts nicht essen, sollten Sie 8-10 Stunden lang nicht essen. Es ist also überhaupt nicht gut, eine Diät zu machen, ohne na… Read More