কীভাবে ব্রণ ও ব্রণের দাগ দূর করবো?
১) ব্রণ থেকে মুক্তি পেতে মুলতানি মাটি ব্যবহার করুন : আমরা জানি মুখে অতিরিক্ত তেল , ঘাম , ময়লা থাকলে সাধারণত ব্রণের সমস্যা হয়। তাই আপনি চেষ্টা করুন এই সমস্যা থেকে বেঁচে থাকতে। তার জন আপনি যা করবেন তা হলো মুলতানি মাটি ও পানি দিয়ে পেস্ট তৈরী করবেন। তারপর ভালো করে মুখে লাগাবেন। এতে করে ত্বকের অতিরিক্ত তেল নিঃসরণ হবে না। আর আপনি ব্রণের সমস্যা থেকে মুক্তি পাবেন।
২)ব্রণ থেকে বাঁচতে শসার রস ব্যবহার করুন :
ত্বকের তৈলাক্ততা সরাতে শসার ব্যবহার করতে পারেন। এটি আপনার মুখের কালো দাগ গুলো দূর করতে সাহায্য করবে এবং ব্রণের দাগ গুলো মুছতে সাহায্য করবে।
৩) কাঁচা হলুদ এবং চন্দনকাঠের গুঁড়ো ব্যবহার করুন :
ভালো করে কাঁচা হলুদ পিষে নিবেন। তারপর চন্দন কাঠের গুঁড়ো একত্রে মিশিয়ে পেস্ট তৈরী করবেন। চন্দন কাঠের গুঁড়ো বাড়িতে না থাকলে বাজার গিয়ে বললেই পেয়ে যাবেন। তৈরী করা পেস্ট ব্রণের উপর লাগাবেন। কিছুক্ষন রেখে ভালো করে মুখ ধুয়ে নিবেন। এই ভাবে ২ থেকে ৩ দিন করলেই দেখবেন ব্রণ সব চলে গেছে এবং ব্রণের দাগ ও মুছে গেছে।
৪) আপেল এবং মধুর মিশ্রণ ব্যবহার করুন :
প্রথমে আপেলের পেষ্ট তৈরি করুন। তারপর উক্ত পেস্ট এর মধ্যে ৪-৫ ফোঁটা মধু মিশান। মিশ্রণটি মুখে লাগিয়ে কিছুক্ষন অপেক্ষা করেন এবং মুখ ধুয়ে ফেলেন।
৫) তুলসি পাতার রস ব্যবহার করুন :
তুলসি পাতার রস ব্রণ আক্রান্ত অংশে লাগিয়ে রাখেন। কিছুক্ষন পর কুসুম গরম পানি দিয়ে মুখ পরিষ্কার করে ফেলুন।
৬) গোলাপজল ব্যবহার করুন :
গোলাপজল আপনার মুখের ব্রণের দাগ মুছে ফেলতে খুবই কার্যকর। তাই গোলাপজলের নিয়মিত ব্যবহারে ব্রণের দাগ কমে যায়।
৭) নিম পাতা ব্যবহার করেন :
নিম পাতা অনেক সমস্যার সমাধান। কিছু নিম পাতা পিষে মুখে লাগিয়ে রাখেন। কিছুক্ষন পর মুখ পরিষ্কার করে ফেলেন। এটি আপনার মুখের সকল জীবাণু মেরে ফেলবে এবং ব্রণ থেকে মুক্তি পাবেন।
৮) আপনি যদি এত্ত কষ্ট করতে না চান তাহলে ব্রণের দাগ দূর করতে গোজীক্রিম ব্যবহার করতে পারেন। এটি আপনার মুখের সকল দাগ দূর করতে সাহায্য করবে। আপনার মুখের চামড়া যদি ঝুলে যায় তাহলে এটি ব্যবহার করে তা থেকে মুক্তি পেতে পারেন।