Thursday, October 1, 2020

অতিরিক্ত ওজন কমানোর সহজ উপায়

 অল্প সময়ের মধ্যে ওজন কমাতে চান অনেকে। অল্প সময়ে ওজন কমাতে চাইলে কিছু নিয়ম মেনে চলতে হয়। খাওয়া-দাওয়া থেকে শুরু করে জীবনযাপনের বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন আনতে হবে। মেনে চলতে হবে কঠিন কিছু নিয়ম। ওজন কমাতে কার্যকরী ডায়েট পরিকল্পনা করতে হবে। সে পরিকল্পনা অনুযায়ী চলতে হবে।


শরীরের বাড়তি ওজন কমাতে আমরা সকলেই বেশ তৎপর। ওজন কমানোর সবচেয়ে ভালো উপায় হলো ধীরে ধীরে স্বাস্থ্যকর উপায়ে ওজন কমানো। ওজন কমাতে বেশ কিছু ডায়েট পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে আপনি স্বাস্থ্যকর উপায়ে ওজন কমাতে পারবেন।

ওজন কমানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রথম দিনটি। এ দিনের ওপর নির্ভর করে আপনার তিন দিনের প্ল্যান। প্রথম দিন বেশি করে ফল খান। যখন খেতে মন চাইবে, তখনই আপনি ফল খেতে পারবেন। তবে একসঙ্গে অনেকগুলো ফল খাওয়া উচিত নয়। প্রতিবার অল্প করে খাওয়া শরীরের জন্য ভালো।

দ্বিতীয় দিন 

সবজি ওজন কমাতে খুবই গুরুত্বপুর্ণ। ফলের পাশাপাশি খাবার তালিকায় সবজি রাখুন। কাঁচা বা রেঁধে—যেকোনোভাবেই খেতে পারেন আপনার পছন্দের সবজি। সবজি রান্না করার সময় তেলের পরিমাণ খুব কম ব্যবহার করুন। রান্নায় বেশি পরিমাণ তেল খেলে ওজন কমার চেয়ে বেড়ে যাওয়ার আশঙ্কা বেশি। তাই তেল ব্যবহার না করে আধা সেদ্ধ করে বা নিজের পছন্দ অনুযায়ী রান্না করে খেতে পারেন। সবজি তালিকায় রাখতে পারেন গাজর, ব্রকলি, বাঁধাকপি, শসা, লেটুস, শিম ইত্যাদি।
তৃতীয় দিন
ডায়েট প্ল্যানের শেষ দিনও খাবার তালিকায় সবজি এবং ফল রাখুন। শেষ দিন সবজি ও ফল পেটভরে খেতে পারবেন। প্রথম দুই দিনের মতো শেষ দিনও সমপরিমাণ পানি পান করুন। শেষ দিন সকালের নাশতায় এক স্লাইস চিজ, একটি ছোট আপেল; দুপুরের খাবারে একটি ডিম, এক স্লাইস টোস্ট; রাতের খাবারে এক কাপ টুনা বা অন্য কোনো মাছ এক টুকরা, পরিমাণমতো সবজি রাখুন।

তবে ডায়েট শুরু করার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। পুষ্টিবিদের পরামর্শ নিয়ে এই ডায়েটটি মেনে চলে অনায়াসেই আপনি তিন দিনে পাঁচ কেজি ওজন কমিয়ে ঝরঝরে হতে পারবেন। ডায়েট চলাকালীন সময় কৃত্রিম ফলের রস, কোমল পানীয় পান করা থেকে বিরত থাকুন। যেকোনো খাবারে চিনি না খাওয়াই ভালো।



Related Posts:

  • ইংরেজি শিখুন 2 √ বিশ্বকে দেখুন।= See the world.√ ভাল একজন মানুষ হন।= Be a good man.√ সৎ মানুষ হতে চেষ্টা করুন।= Try to be an honest man.√ কথা নয় কাজে পরিচর দিন।Don't talk, introduce yourself to work.√ তাই বেশি করে কাজ করুন।= So, to do… Read More
  • 5 effektive Möglichkeiten, um Gewicht zu verlieren 5 effektive Möglichkeiten, um Gewicht zu verlieren.1. Vermeiden Sie Nachrichten, die Fett oder Gewichtszunahme verursachen können:Wenn Sie abnehmen möchten, ist das erste, was Sie beachten müssen, die Beseitigung von fe… Read More
  • Learn English1. Amazing (আমেজিং) – বিস্ময়কর2. Artificial (আর্টিফিশাল) – কৃত্রিম3. Attentive (এটেনটিভ) – মনোযোগী4. Brilliant (ব্রিলিয়ান্ট) – মেধাবী5. Competent (কমপিটেন্ট) – দক্ষ6. Pretty (প্রিটি) – মনোরম, আকর্ষণীয়7. Proficient (প্রোফিশেন্… Read More
  • How to remove acne and acne scars? How to remove acne and acne scars?1) Use multani soil to get rid of acne: We know that if there is excess oil, sweat, dirt on the face, acne is usually a problem. So you try to survive this problem. All you have to do i… Read More
  • Wie Akne und Aknenarben entfernen? Wie Akne und Aknenarben entfernen?1) Verwenden Sie Multani-Erde, um Akne loszuwerden: Wir wissen, dass bei überschüssigem Öl, Schweiß, Schmutz im Gesicht normalerweise Akneprobleme auftreten. Sie versuchen also, dieses … Read More