Thursday, October 1, 2020

ইংরেজিতে অনর্গল কথা বলতে নিচের ৫ টি Structures জানা খুবই গুরুত্বপূর্ণ



ইংরেজিতে অনর্গল কথা বলতে নিচের ৫ টি Structures জানা খুবই গুরুত্বপূর্ণ।

Rule-1

কোনো কিছু প্রয়োজন বুঝাতে, আমরা need to use করব।

sub+need to+verb1


I need to learn English.

আমার ইংরেজি শিখা প্রয়োজন।

I need to buy a book.

আমার একটি বই কিনা প্রয়োজন।

I need to help him.

আমার তাকে সাহায্য করা প্রয়োজন।

I need to do the work.

আমার কাজটি করা প্রয়োজন।


Role-2

☞I am having a hard time+ ing যুক্ত verb
(কোন কিছু করতে সমস্যা হচ্ছে)

1.I am having a hard time understanding my friends.
( আমার বন্ধুদের বুঝতে আমার সমস্যা হচ্ছে )

2.I am having a hard time downloading songs.
( আমার গান গুলি ডাউনলোড করতে সমস্যা হচ্ছে)

3..I am having a hard time answering your questions.
( তোমার প্রশ্নগুলির উত্তর দিতে আমার সমস্যা হচ্ছে)।

Similarly, I am having a hard time understanding the rules. I am having a hard time browsing internet.




★ RULE:3

☞There is something wrong with + noun.
( কোন কিছুতে সমস্যা হয়েছে)

1. There is something wrong with computer.
(আমার কম্পিউটার এ সমস্যা হয়েছে)

2. There is something wrong with my mobile.
(আমার মোবাইলে সমস্যা হয়েছে)

3. There is something wrong with my certificate.
(আমার সার্টিফিকেট এ সমস্যা হয়েছে)

4.There is something wrong with my Television.
(আমার টেলিভিশন এ সমস্যা হয়েছে)

★Rules:4

☞I have decided to+ verb...
(কোন কিছুর সিদ্ধান্ত নিয়েছি)

1.I have decided to learn English.
( আমি ইংরেজী শেখার সিদ্ধান্ত নিয়েছি)

2. I have decided to change myself.
(আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি)

3.I have decided to work hard.
(আমি কঠোর কাজ করার সিদ্ধান্ত নিয়েছি)

4.I have decided to help the poor.
(আমি গরীবদের কে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি)

5.I have decided to change my bad habits.
(আমি আমার খারাপ অভ্যাসগুলি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি)

★RUlE:5

☞I am trying to + verb.
(কোন কিছু করার চেষ্টা করতেছি) যেমন,

1. I am trying to learn English.
( আমি ইংরেজী শিখতে চেষ্টা করতেছি)

2. I am trying to do something.
(আমি কিছু করার চেষ্টা করতেছি)

3. I am trying to help the street children.
( আমি পথশিশু দের সাহায্য করতে চেষ্টা করতেছি)

4. I am trying to clean my room.
(আমি আমার ঘর পরিষ্কার করার চেষ্টা করতেছি)

5.I am trying to motivate him.
(আমি তাকে অনুপ্রাণিত করার চেষ্টা করতেছি)




Related Posts:

  • Learn English1. Amazing (আমেজিং) – বিস্ময়কর2. Artificial (আর্টিফিশাল) – কৃত্রিম3. Attentive (এটেনটিভ) – মনোযোগী4. Brilliant (ব্রিলিয়ান্ট) – মেধাবী5. Competent (কমপিটেন্ট) – দক্ষ6. Pretty (প্রিটি) – মনোরম, আকর্ষণীয়7. Proficient (প্রোফিশেন্… Read More
  • ওজন কমাতে কিছু কার্যকর টিপস দুপুরে বেশি খেলে রাতে কম খাওয়া ভালো। এতে শরীর ঝরঝরে থাকার পাশাপাশি ওজন থাকে নিয়ন্ত্রণে। গভীর রাতে খাওয়া, মোটেই ভালো না ওজন কমাতে দুপুরের খাবার খাওয়ার সঠিক সময় রাতে ভালো ঘুমের খাবার।দিনে বেশি বা ভারী খাওয়ার পর রাতে কী ধরনের খা… Read More
  • ইংরেজিতে অনর্গল কথা বলতে নিচের ৫ টি Structures জানা খুবই গুরুত্বপূর্ণইংরেজিতে অনর্গল কথা বলতে নিচের ৫ টি Structures জানা খুবই গুরুত্বপূর্ণ।Rule-1কোনো কিছু প্রয়োজন বুঝাতে, আমরা need to use করব।sub+need to+verb1I need to learn English.আমার ইংরেজি শিখা প্রয়োজন।I need to buy a book.আমার একটি বই কি… Read More